রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-১৯ উদযাপন
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ ,১৩ মার্চ, ২০১৯ | আপডেট: ১১:১২ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০১৯
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ ,১৩ মার্চ, ২০১৯ | আপডেট: ১১:১২ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী।। প্রাথমিক শিক্ষার দীপ্তি- উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
১৩ মার্চ-১৯ বুধবার সকালে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেনে ইয়াসমীন কোরেমী প্রমুখ।