মাদারীপুর র্যাব কর্তৃক জাজিরাতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ ,২৯ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:২৬ অপরাহ্ণ ,২৯ জানুয়ারি, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৯শে জানুয়ারি-১৯ মঙ্গলবার সন্ধ্যা ৭.টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন মেহেরআলী মুন্সীকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যাসায়ীকে হাতেনাতে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃতরা হলো, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহেরআলী মুন্সীকান্দি গ্রামের মৃত মঙ্গল সিকদারের ছেলে মোঃ খালেক সিকদার (৩৯) ও মোঃ ছাত্তার মুন্সীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২১)।
উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ খালেক সিকদার বিলাসপুর কুদ্দুস বেপারী উচ্চ বিদ্যালয়ের নৃত্য কলার শিক্ষক।
পরে, আসামীদ্বয়কে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।