রাজবাড়ীর বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করলেন রাজবাড়ীর ডিসি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ ,১৯ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:১৯ অপরাহ্ণ ,১৯ জানুয়ারি, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। নিত্যপণ্যের বাজার দর সহনীয় রাখতে ও পণ্যের অস্বাভাবিক মজুদ ঠেকানোসহ সরবরাহ স্বাভাবিক রাখতে পায়ে হেটে রাজবাড়ী বাজার পর্যবেক্ষণ করলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
১৯ জানুয়ারি-১৯ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন ও বাজার দর মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসক, চাউল বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের দোকান পরিদর্শন বিভিন্ন ধরণের চালের বাজার দর যাচাই করেন এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বাজারে আগত জনসাধারণের সাথে আলাপ করেন। এ সময়ে তিনি স্বল্প লাভে চাল বিক্রয়ের জন্য তিনি ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করেন। মুদির দো্কানের নিত্যপ্রয়োজনীয় খুচরা বাজারের দ্রব্যাদির বাজার দর যাচাই করেন। ডালের মূল্য যাচাই করেন।
এরপর, সরোয়ার হার্ডওয়ারের দোকানে গ্যাসের সিলিন্ডার বিক্রয়ের তথ্য যাচাইকালে গ্যাস সিলিন্ডার বিক্রেতা কোন চালান দেখাতে না পারায় তাকে সতর্ক করেন এবং কাস্টমস ও ভ্যাটের সহকারী কমিশনারকে এ দোকানের তথ্যাদি যাচাই করে আগামীকাল ২০ জানুয়ারি ২০১৯ তারিখ দুপুর ১২.টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করেন।
এরপর, মেসার্স হক কৃষি ভান্ডারে গিয়ে রাসায়নিক সারের বাজার দর যাচাই করেন রাজবাড়ী জেলা প্রশাসক।
এ সময়, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ। রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন মন্ডল, রাজবাড়ী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মোঃ সিরাজুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন, চাউল বাজার ব্যবসায় সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ, কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আঃ বাতেনসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।