আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জননেত্রী শেখ হাসিনা বলেছেন,মাদক কারবারি ও দুর্নীতিবাজদের স্থান হবে না


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ ,২ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৮:৩৬ অপরাহ্ণ ,৩ জানুয়ারি, ২০১৯
জননেত্রী শেখ হাসিনা বলেছেন,মাদক কারবারি ও দুর্নীতিবাজদের স্থান হবে না

ডেস্ক নিউজ।। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখানে কোনো যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি ও  দুর্নীতিবাজের স্থান হবে না।এদেশের মাটিকে এ ধরনের জঞ্জাল থেকে মুক্ত করা হবে। “বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারব।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিশাল জয়ের পর ২রা জানুয়ারী-১৯ বুধবার গণভবনে সংসদ সদস্যরা, সামরিক-বেসামরিক, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এলে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। এখানে কোনো যুদ্ধাপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিবাজ- এদের কোনো স্থান হবে না।

গণভবনের অনুষ্ঠানে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা চান শেখ হাসিনা।

বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচনে জেতাকে আরেকটি বিজয় উল্লেখ আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘নির্বাচনের পরে দেশ ও জনগণের প্রতি আমার দায়িত্বটা আরো বেড়ে গেছে।’

এসময় তিনি জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাওয়ারও অভিপ্রায় ব্যক্ত করে বলেন, ‘এই যে দায়িত্বটা পেলাম, সকলেরই সহযোগিতা কামনা করি যে, দেশটাকে যেন আমরা সুন্দরভাবে গড়তে পারি। আমি মনে করি, সকলের সমর্থন পেয়েছিলাম বলেই আজকে আমরা জয় লাভ করে দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যেতে পারব। অসমাপ্ত কাজগুলো শেষ করার অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘দেশকে আরো উন্নত সমৃদ্ধশালী করা।

অসমাপ্ত কাজগুলো শেষ করার অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, “দেশকে আরো উন্নত সমৃদ্ধশালী করা। যে দেশের স্বপ্ন আমাদের মহান নেতা জাতির পিতা দেখেছিলেন- বাংলাদেশ হবে একটা উন্নত-সমৃদ্ধ দেশ। বিশ্ব সভায় আমরা মাথা উঁচু করে চলব।”সরকারের গৃহীত সব পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে সম্পন্ন হলে আমরা সে পথে অনেকদূর এগিয়ে যাব।নির্বাচনে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘জনগণের সেবা করা একটি বড় কাজ। আমি যতদিন বেঁচে থাকব এটা অব্যাহত রাখব। আওয়ামী লীগের বিপুল বিজয় সব সমপ্রদায় এবং শ্রেণি পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’ সমাজের সর্বস্তরের মানুষ আওয়ামী লীগের বিজয়ের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়েছিল উল্লেখ করে তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি তার দলের নিরঙ্কুশ বিজয়ে তাকে শুভেচ্ছা জানাতে গণভবনে আসা বিভিন্ন সংস্থার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২৯৮টির ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয় পেয়েছে ২৫৯টি আসনে। সব মিলিয়ে মাত্র সাতটি আসনে জয় পেয়েছে ধানের শীষের প্রার্থীরা; তাদের চেয়ে বেশি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম অংশীদার জাতীয় পার্টি ২০টি। রোববারের জয়ের পর টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্ব সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।

Comments

comments