আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পথসভায় প্রধানমন্ত্রী বলেন-ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ ,১৩ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ১১:১৩ অপরাহ্ণ ,১৩ ডিসেম্বর, ২০১৮
গোয়ালন্দ পথসভায় প্রধানমন্ত্রী বলেন-ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব

নিজস্ব প্রতিনিধি।। আগামীতে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় এলে দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ করা হবে। তবে কাজ চলমান রয়েছে এরই মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। আগে ১ম পদ্মাসেতু (মাওয়া-কাওরাকান্দি) নির্মাণকাজ শেষ করার পর ২য় টা (দৌলতদিয়া-পাটুরিয়া) নির্মাণ করা হবে। এ জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

১৩ই নভেম্বর-১৮ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন পদ্মাসেতু নির্মাণ নিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম, ইনশাল্লাহ তারা প্রমান করতে পারে নাই। তদন্তকারীরা বলেদিয়েছে কোন দূর্নিতীর প্রমান পাওয়া যায়নি। বিশ্বব্যাংকের অভিযোগ ভূয়া। আমরা নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছি। যে টি করছি সেটা শেষ হলে ২য় টি শুরু করবো।

প্রধানমন্ত্রী আরো বলেন, একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নিত করেছে জাতীর পিতা। রাষ্ট্রে ও জাতির উন্নয়নের জন্য সবেমাত্র কাজ শুরু করেছিল। কিন্তু ৭৫ এর ১৫ই আগষ্ট আমাদের জীবনে নিয়ে আসে অন্ধকার, জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় এমনকি আমাদের পরিবারের সবাইকে। সেদিন আমি আর ছোট বোন রেহেনা বিদেশে না থাকলে ওরা আমাদেরও হত্যা করে ফেলতো। আমি স্বজন হারিয়েছি এতিম হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। আপনারা আর একটি বার নৌকায় ভোট দিয়ে আমাদের সুযোগ করে দেন আমরা আপনাদের সেবা করতে চাই।

তিনি এ সময় আরো বলেন, বিএনপি জামাতের আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। আর আওয়ামী লীগ সরকারের আমলে সার কৃষকের বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছে। আমরা দশ টাকা কেজি দরে চাল দিচ্ছি। দেশ স্বাধীন হওয়ার মাত্র ৪৭ বছরে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। এসময় আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিমকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

নৌকার জন্য ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট চাই। জাতির পিতার স্বপ্ন পূরণ করতে চাই। যাকে যেখানে প্রার্থী করেছি। সেখানেই তাকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানাচ্ছি। নৌকায় ভোট দিয়ে কেউ কখনও বঞ্চিত হয়না। আওয়ামী লীগ সরকারের কাছে উন্নয়ন চাইতে হয় না। আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশ আর গরিব থাকবে না। বাংলাদেশ আর কারো কাছে হাত পাততে হবে না। আমরা সবক্ষেত্রে উন্নয়ন করেছি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আমাদের লক্ষ্য; সোনার বাংলা গড়ে তুলব। এটা আমাদের প্রতিজ্ঞা। পরিশেষে- জাতীয় সংসদ নির্বাচনে আরেকবার নৌকায় ভোট দিয়ে দেশ সেবার সুযোগ করে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে চিত্র নায়ক ফেরদৌস তার বক্তব্যে বলেন- আমরা এমন একজন মানুষকে পেয়েছি, শিশুরা যেমন মায়ের কোলে নিরাপদ থাকে তেমনি একটি দেশও জননেত্রী শেখ হাসিনার কাছে নিরাপদ থাকবে। বাংলাদেশ যেন তার পাশে থাকে। তিনি আমাদের জন্য এতকিছু করেছেন, আমরাও তার সাথে ঐক্যয়, নৌকা মার্কায় ভোট দিতে চাই।


পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের চার চার বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী কেরামত আলী এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান সোহাগ, চিত্র নায়ক রিয়াজ, ফেরদৌস প্রমুখ।

Comments

comments