মধুখালী হতে ৭০৬ ফেন্সিডিলসহ আটক-২,মাছের ট্রাক জব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ ,১৪ অক্টোবর, ২০১৮ | আপডেট: ৪:২১ অপরাহ্ণ ,১৫ অক্টোবর, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।।মাছ বোঝাই ট্রাকে বহনকৃত ৭০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ও বরিশালের একটি যৌথ আভিযানিক দল।এ সময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত মাছ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়
র্যাব-৮, বরিশালের ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এবং ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের যৌথ নেতৃত্বে ১৪ অক্টোবর-১৮ রবিবার ভোর সারে ৫.টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলো, যশোর জেলার মনিরামপুর জেলার জয়পুর গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন(৩৯) ও জলকারইতা গ্রামের মোঃ সোবহান হোসেনের ছেলে মোঃ সোহরাব হোসেন (২১)।
বিস্তারিত, উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল সমূহ একটি মাছের ট্রাকের মাধ্যমে বিশেষ কৌশলে পরিবহন করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পেরে তাদের আটক করে।এ সময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত মাছ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃত আসামীদেরকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ধৃত আসামীগণ পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।