গাঁজাসহ ২ মাদক সেবী আটক ও ৬ মাসের জেল
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১২:৩৬ পূর্বাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৬ সেপ্টেম্বর-১৮ মঙ্গলবার বেলা পৌনে ৩.টার দিকে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন সদর সাব রেজিষ্ট্রোর কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সহ ২ জন মাদক সেবীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃতরা হলো, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ২নং হাবেলি গোপালপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে মোঃ লিটন মন্ডল (৪২) এবং কমলাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ আঃ জব্বার খান (৬২)।
এ সময়, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) ১৯ (১) এর টেবিলের ৭ (ক) ধারা মোতাবেক ধৃত আসামীদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।