আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জনতার মেইল.কম-এর প্রীয় পাঠকবৃন্দকে জানাই ঈদ শুভেচ্ছা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ ,২১ আগস্ট, ২০১৮ | আপডেট: ২:৩৮ পূর্বাহ্ণ ,২১ আগস্ট, ২০১৮
জনতার মেইল.কম-এর প্রীয় পাঠকবৃন্দকে জানাই ঈদ শুভেচ্ছা

মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা-১৮ উপলক্ষে-জনতার মেইল.কম (janatarmail.com) এর পক্ষ থেকে রাজবাড়ী জেলাবাসীসহ সারাদেশের সর্বস্তরের পাঠকবৃন্দ ও শুভাকাঙ্খিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
“ঈদ মানে খুশি,‘ঈদ মানেই আনন্দ”। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে সীমাহীন আনন্দ আর প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷
পবিত্র এই, ঈদ-উল-আযহা সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন৷ এই দিনটি আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়, মুসলমানরা কুরবানী দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকেন।
সেই ত্যাগের মহিমামাকে বুকে ধারন করে “ঈদে আমরা সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো’ “তাই চলো যাই আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি।”
প্রতিবছরের ন্যায় এবারও ঈদ-উল-আযহা আমাদের মধ্যে যে আনন্দের বার্তা নিয়ে এসেছে, তা যেন আমরা ধনী-গরিব নির্বিশেষে সকলের মধ্যে ভাগাভাগি করতে পারি। এই প্রত্যাশা রেখে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারো সবাইকে জানাই ঈদ-উল-আযহা-১৮ এর শুভেচ্ছ।।

কাজী ফরিদ                                                                এস.এম. রিয়াজুল করিম
প্রধান উপদেষ্ট                                                                   প্রকাশক ও সম্পাদক
জনতার মেইল.কম                                                             জনতার মেইল.কম

Comments

comments