রাজবাড়ীর ডিবি কতৃক কুটি পাচুরিয়ায় ফেন্সিডিলসহ আটক-১
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৮ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৮
প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৮ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।। রাজবাড়ীর পুলিশ সুপার পুলিশ সুপার আসমা ছিদ্দিকা মিলির নির্দেশনায় ৪২ বোতল ফেন্সিডিলসহ শাহাদৎ বেপারী (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে রাজবাড়ীর ডিবি পুলিশের একটি অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে, ১৮ই আগষ্ট শনিবার রাত সারে ১০.টার দিকে রাজবাড়ী জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের কুটি পাচুরিয়া ব্রীজের উপর হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, জেলা সদরের রহিমপুর গ্রামের রফিক বেপারীর ছেলে।
রাজবাড়ী ডিবির ওসি কামাল হোসেন ভুইয়া তার নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটার্সের মাধ্যমে ৪২ বোতল ফেন্সিডিলসহ ব্যাবসায়ী আটকের খবর প্রকাশ করে, এভাবে তিনি আরো জানান, এই শাহাদৎ বেপারী লোক চক্ষুর আড়ালে সে দীর্ঘদিন যাবৎ এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো, আজ তাকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত শাহাদৎ বেপারী (৩০) বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।