আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বার্ষিকীতে জনতার মেইল.কম উপদেষ্টার শোক বার্তা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ ,১৫ আগস্ট, ২০১৮ | আপডেট: ১১:১৭ অপরাহ্ণ ,১৫ আগস্ট, ২০১৮
বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বার্ষিকীতে জনতার মেইল.কম উপদেষ্টার শোক বার্তা

১৫ই আগষ্ট হচ্ছে বাঙালি জাতির সবচাইতে হদয় বিদারক মর্মস্পর্শী শোকের দিন। ১৫ই আগষ্ট হচ্ছে জাতীয় শোক দিবস। ১৫ আগষ্ট হচ্ছে ইতিহাসের কলঙ্কজনক ঘটনা।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালোরাতে সেদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল স্বাধীনতা বিরোধী কিছু উচ্ছৃঙ্খল কুচক্রী মহল।
নৃশংস ওই ঘটনায় বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন আরো যাঁরা প্রাণ দিয়েছিলেন- জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল। খুনিদের বুলেটে সেদিন আরো প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ, রিন্টু খানসহ অনেকে।

শোকাবহ এ দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি। একই সাথে জাতীয় শোক দিবসে পরম করুণাময় আল্লাহর কাছে সে-দিনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

আসুন, আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আমিন–

কাজী ফরিদ
প্রধান উপদেষ্টা
জনতার মেইল.কম

Comments

comments