আজাদ সভাপতি ও আবু বক্কর সাধাঃ সম্পাদক;রাজবাড়ী জেলা কৃষক লীগের নতুন কমিটি
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ ,১০ আগস্ট, ২০১৮ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ণ ,১১ আগস্ট, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা কৃষকলীগের মোঃ আবুল কালাম আজাদকে সভাপতি ও মোঃ আবু বক্কর খানকে সাধারণ সম্পাদক করে মোট ৮১ সদস্যের একটি কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা।গত ৩১শে জুলাই এই কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান বিশ্বাস, এ্যাড. আবু বকর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আঃ রব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ রোকনউজ্জামান বকুল, মোঃ মোজাফফর হোসেন নান্নু ও মোঃ মমিন শেখ।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে- মোঃ ঈমান আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ খালেক ও মোঃ বদর উদ্দিন।সাংগঠনিক সম্পাদক হলেন-বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ খালেক, মোঃ আঃ গফুর মাস্টার ও মোঃ রাসেল মোল্লা।প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা খাতুন লাকী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোঃ মাজেদা বেগমসহ মোট ৮১জন রয়েছেন ওই কমিটিতে।
রাজবাড়ী জেলা কৃষকলীগের কমিটির অনুমোদিত কমিটিতে মোঃ আবুল কালাম আজাদকে সভাপতি ও মোঃ আবু বক্কর খানকে ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নবনির্বাচিত করায় তারা কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।