ফেন্সিডিল ও ইয়াবাসহ দৌলতদিয়া থেকে ২ মাদক ব্যাবসায়ী আটক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ ,৯ জুলাই, ২০১৮ | আপডেট: ৫:১১ অপরাহ্ণ ,৯ জুলাই, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি ।। ৭ বোতল ফেনসিডিলসহ মোঃ সোহাগ মন্ডল (২৫) কে ও ১৫০পিস ইয়াবাসহ মোঃ জোসন প্রামাণিক (৩০) কে একইদিন আটক করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে, ৯ জুলাই-১৮ সোমবার সকাল সারে ৮.টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিন দৌলতদিয়া সোনাউল্লা ফকির পাড়া গ্রামের মোঃ আজিজুল মন্ডলের ছেলে মোঃ সোহাগ মন্ডল (২৫) কে তার নিজ বাড়ির বসত ঘড় থেকে ৭ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এবং সকাল সারে ১০.টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া গ্রামের মোঃ দেলোয়ার প্রামাণিকের ছেলে মোঃ জোসন প্রামাণিক (৩০) কে তার নিজ বাড়ির বসত ঘড় থেকে ১৫০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটকের পর, তাদেরকে উক্ত ফেনসিডিল ও ইয়াবাসহ গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে ৯/৭/১৮ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। মোঃ সোহাগ মন্ডলের বিরুদ্ধে দায়েরকৃত গোয়ালন্দঘাট থানার মামলা নং ৮৪, এবং মোঃ জোসন প্রামাণিকের বিরুদ্ধে মামলা নং ৮৫।
এ বিষয়ে, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক(AD)রাজীব মীনার মুঠোফনে উক্ত অভিযানের বিষয়ে জানতে চাইলে- তিনি ঘটনার সত্যতা স্বিকার করেন।