আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্ররথম আলো’র সাংবাদিকের মুক্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ ,৩১ মার্চ, ২০২৩ | আপডেট: ১১:৩৭ অপরাহ্ণ ,১ এপ্রিল, ২০২৩
প্ররথম আলো’র সাংবাদিকের মুক্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি।। দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের হয়রানীমূলক মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার আয়োজনে ৩১শে মার্চ-২৩ শুক্রবার সকাল ১০.টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য দেন- জেলা সিপিবি’র সভাপতি ও নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুস সামাদ মিয়া, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা চৌধুরী ইমরুল আহমেদ, রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সনজিৎ দাস, ডিবিসি টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, চ্যানেল টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক সুমন বিশ্বাস, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ ও বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাজারে প্রতিটি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। সাধারণ মানুষের মনের কথা লেখায় প্রথম আলোর ওই প্ল্যাকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। সুনির্দিষ্ট ভাবে এক দিন মুজুরের বক্তব্য তুলে ধরা হয়েছে। কথায় কথায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার প্রবণতা বাদ দিতে হবে। এই আইন বাতিল করতে হবে। সাংবাদিকের মুক্তি দিতে হবে বলে তারা দাবি করেন।

Comments

comments