রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ ,৭ মার্চ, ২০২৩ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ণ ,১১ মার্চ, ২০২৩
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য রেজাউল হক রেজা, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, এ্যাড. শফিকুল আজম মামুন, জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসান, জেলা মহিলা লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. সফিকুল হোসেন সফিক।
এ সময় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, জেলা যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রমজান আলী খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।