আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ ,১৫ আগস্ট, ২০২২ | আপডেট: ১:০৬ পূর্বাহ্ণ ,১৭ আগস্ট, ২০২২
রাজবাড়ী জেলা আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৫ই আগস্ট-২২) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ শফিকুল আজম মামুন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ উজির আলী শেখ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সভা সঞ্চালনায় ছিলেন- রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন সফিক।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন- বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি গরীব মানুষকে ভালোবাসতেন। কিন্তু বিশ্বাস ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন- আজকের দিনটি বাঙালী জাতির জন্য আবেগ ও বেদনার দিন। বঙ্গবন্ধু যখন দেশটাকে গড়ে তুলছিলেন তখনই তাকে হত্যা করা হয়। খুনীরা বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে পারে নাই। বঙ্গবন্ধু প্রতিটি বাঙালীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সবাই মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা সেলিম দেওয়ান। মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

Comments

comments