আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ঔষধি বৃক্ষ নিম চারা বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ ,২৫ জুলাই, ২০২২ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ণ ,২৯ জুলাই, ২০২২
রাজবাড়ীতে ঔষধি বৃক্ষ নিম চারা বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি।। রোটারী ক্লাব অফ বনানী, ঢাকার আয়োজনে ও বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সহযোগিতায় রাজবাড়ী সদর উপজেলার ১৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঔষধি বৃক্ষ নিম চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫শে জুলাই-২২) বেলা সাড়ে ১১.টার দিকে শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোটারী ক্লাব অফ বনানী, ঢাকার সভাপতি কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। প্রধান বক্তা ছিলেন- ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম)।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন সুলতানা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আজগর আলী বিশ্বাস, প্রধান শিক্ষক রেজাউল হক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
এ সময়, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ভেষজ বিজ্ঞানি রাজবাড়ীর কৃতি সন্তান ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম) কে সংবর্ধনা দেয়া হয়।  পড়ে শ্রীপুর স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন অতিথিরা। এছাড়াও শিক্ষকদের হাতে ২টি করে নিম গাছের চারা প্রদান করা হয়।

Comments

comments