আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ‘বিএমএসএফ’ এর ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ ,১৫ জুলাই, ২০২২ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,১৫ জুলাই, ২০২২
রাজবাড়ীতে ‘বিএমএসএফ’ এর ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি।। সাংবাদিকদের মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় আন্দলোনরত সংগঠন- “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম”(বিএমএসএফ) এর ১০ বছর পূর্তি উপলক্ষে রাজবাড়ী শাখার উদ্যোগে ১০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৫ই জুলাই-২২) বিকেলে বিএমএসএফ রাজবাড়ী শাখার কার্যালয়ে আলোচনাসভা ও কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আলোচনা সভায়, বিএমএসএফ এর রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক রাজবাড়ী খবর পত্রিকার সম্পাদক মোঃ নুরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে এবং বিএমএসএফ এর সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জার্নাল এর সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার রিপোর্টার মোঃ কবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিশুক, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ আমিরুল হক, সাধারণ সম্পাদক রানা, সদস্য জনতার মেইল ডট কম এর প্রকাশক/ সম্পাদক ও দৈনিক বর্তমান কথার জেলা প্রতিনিধি  এস.এম, রিয়াজুল করিম, আমার সংবাদ পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদি হাসান, দৈনিক বাঙ্গালী সময়ের স্টাফ রিপোর্টার আলমাস আলী শেখ, প্রতিদিনের সংবাদ এর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, বাংলাদেশ বুলেটিন পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান রাজু, বিশ্ব মানচিত্র পত্রিকার রিপোর্টার রাজু আহমেদ প্রমুখ ।

এ সময় বক্তারা বলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠত হয় ১৯১৩ সালে ১৫ জুলাই। সারা বাংলাদেশে প্রায় দশ হাজারের মত গণমাধ্যাম কর্মী সংগঠনটির সাথে যুক্ত রয়েছে। এটি সাংবাদিকদের দাবী আদায়ের সংগঠন। কাজ করতে গেলে যে কোন সময় যে কেউ বিপদে পরতে পারে, তাই সকলকে সংগঠিত হয়ে থাকা দরকার। বাংলাদেশ ফফস্বল সাংবাদিক ফোরাম একটি শক্তিশালী সংগঠন। যে সংগঠন সাংবাদিকদের বিপদে-আপদে পাশে দাঁড়ায়। এ সংগঠনের ১০ বছর পূর্তিতে প্রানের সংগঠনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন ও সারাদেশের গণমাধ্যম কর্মীদের বিএমএসএফ এর পতাকাতলে এসে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

Comments

comments