আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে কোরবানির গোস্ত খেতে গিয়ে আলিফের মৃত্যু ঘটলো


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ ,১১ জুলাই, ২০২২ | আপডেট: ১:৩৬ পূর্বাহ্ণ ,১৪ জুলাই, ২০২২
রাজবাড়ীতে কোরবানির গোস্ত খেতে গিয়ে আলিফের মৃত্যু ঘটলো

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে কোরবানির গোস্ত খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফ (১৪) নামের ৭ম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ৪ বোনের এক মাত্র আদরের ছোট ভাই আলিফ। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। কিছু দিন আগে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

রোববার (১০ জুলাই) রাতে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর কলেজপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আলিফের পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন রাতে কোরবানির রান্না করা গোস্ত খাওয়ার সময় আলিফের গলায় হাড় আটকে যায়। বাড়িতে অনেক চেষ্টা করেও তা বের করা যায়নি। রাতেই চিকিৎসার জন্য তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

এলাকাবাসীসূত্রে জানাযায়, আলিফের বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি কাপড়ের ব্যবসা করতেন। প্রায় দেড়/২ বছর আগে স্ট্রোক করে আলিফের বাবা মারা যান। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

comments