আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় রান্নার গ্যাস সিলিন্ডারের আগুনে শিশু সহ ৪ জন অগ্নিদগ্ধ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ ,২৭ জুন, ২০২২ | আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ণ ,২৮ জুন, ২০২২
রাজবাড়ীর পাংশায় রান্নার গ্যাস সিলিন্ডারের আগুনে শিশু সহ ৪ জন অগ্নিদগ্ধ

পাংশা সংবাদদাতা।। রাজবাড়ীর পাংশা উপজেলা শহরের নারায়নপুর কুন্ডুপাড়া রব্বান সরদারের (সরদার ভবনে) বাড়ীতে রান্নার গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে।

রবিবার (২৬ জুন-২২) বিকেল সাড়ে ৪ টার দিকে “সরদার ভবনের দো’তলা ভবনের কিচেন রুমে এ দুর্ঘটনাটি ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- আজাদ সরদার(৪৫), তার ভাতিজা সৌরভ(৮), আজাদ সরদারের শুশুর আজগর আলী(৬০) এবং গ্যাস সিলিন্ডারের মিস্ত্রি রেজাউল ইসলাম রিংকু(৫০)।  মিস্ত্রী রিংকুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে পুরো রুম আগে থেকেই গ্যাস ভরে ছিল। তারপর গ্যাস সিলিন্ডার ঠিক করার জন্য রিঙ্কু নামের এক মিস্ত্রিকে ডেকে আনে। সে চুলা ঠিক করে গ্যাস সিলিন্ডারের পাইপ লাগিয়ে পরীক্ষা করার জন্য গ্যাসের চুলা অন করে। আর অন করলেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় মিস্ত্রি সহ ৪ জন অগ্নিদগ্ধ হয়। পড়ে তাদের পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ সবিতা রানী তালুকদার জানান, আগুনে পোড়া ৪ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের সবার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

Comments

comments