আজ : বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আলোচিত সন্ত্রাসী হামলা ও নারীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ ,১২ জুন, ২০২২ | আপডেট: ১:০৪ পূর্বাহ্ণ ,১৪ জুন, ২০২২
রাজবাড়ীতে আলোচিত সন্ত্রাসী হামলা ও নারীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর আলোচিত ভূমি দস্যূ জয়দেব কর্মকারের নেতৃত্বে ভবানীপুরের সম্ভ্রান্ত পরিবার প্রয়াত ভোলা মাষ্টারের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাংচুরসহ জমি দখল ও নারীদের মারধরসহ শ্লীলতাহানির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ীর বড়পুলে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে- রোববার (১২ জুন-২২) সকাল সাড়ে ১০.টার দিকে বড়পুল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় ভূমি দস্যূ ইস্কনের সভাপতি জয়দেব কর্মকারের কুশপুত্তলিকা দাহ করা হয়। পড়ে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন।

এ মানব বন্ধনে- রাজবাড়ী পৌর সভার প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নির্মলকৃষ্ণ চক্রবর্তী, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, স্থানীয় আলী হোসেন পনিসহ বিভিন্ন ধর্মবলম্বী, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, ভুক্ত ভোগী ভোলা মাস্টার পরিবারের সদস্য ও স্থানীরা বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ইস্কনের সভাপতি ও ভূমি দস্যু জয়দেব কর্মকারের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী কতৃক শহরের একটি সম্ভ্রান্ত নিরিহ হিন্দু পরিবারের বাড়িতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাংচুরসহ জমি দখল ও নারী-পুরুষদের মারধরসহ শ্লীলতাহান করেছে। দুঃখের বিষয় হলো, ওই ঘটনায় জয়দেব কর্মকারকে আসামী করে মামলা দায়েরের পরেও গ্রেফতার হয়নি! এ ঘটনায় তীব্র নিন্দা ও সমালোচন করে হামলার নেতৃত্বদানকারী জয়দেব কর্মকারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবি করেন বক্তারা। সেই সাথে, ওই সকল সন্ত্রাসী ভূমি দস্যূদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শ্বাস্তি নিশ্চিত না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানানো হয়।

উক্ত জয়দেব কর্মকারকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে গত কয়েক দিন ধরে রাজবাড়ীতে ধারাবাহিকভাবে সভা সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি করে যাচ্ছে গ্রামবাসীসহ জেলার সকল সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নারী সংগঠন সমূহ। তারই ধারাবাহিকতায় বড়পুলবাসী আজ এ মানব বন্ধন করেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে ইস্কন মন্দিরের প্রবেশ পথের নামে মূলত কয়েক কোটি টাকা মূল্যের কেনা-বেঁচার জমিতে চলাচলের রাস্তা বেড় করার জন্য- গত বৃহস্পতিবার (২ জুন-২২) সকাল ১১.টার দিকে রাজবাড়ী জেলা শহরের পৌর ৭নং ওয়ার্ডে ভবানীপুর গ্রামের (জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পাশে) প্রয়াত শিক্ষক মৃত অর্ধেন্দু শেখর মজুমদার ওরফে ভোলা মাষ্টারের বাড়িতে প্রকাশ্যে দিবালোকে হামলা চালিয়ে তাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জমি দখল করেছে জয়দেব কর্মকারের নেতৃত্বাধীন ৩০/৩৫ জনের একদল দূর্বৃত্ত। দেয়াল ভাঙায় বাঁধা দেওয়ায় ওই বাড়ির পরিবারের নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি করে।

এ ঘটনায়, হামলার নেতৃত্বদানকারী জয়দেব কর্মকার’কে ‘হিন্দু উগ্রবাদী’, ‘ধর্ম ব্যবসায়ী’, ‘ভূমি ব্যবসায়ী’ ও ‘স্বর্ন চোরাকারবারী’ হিসাবে আখ্যায়িত করে তিব্র প্রতিবাদ ও নিন্দাসহ তাকে গ্রেফতার করে স্বাস্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোষ্ট করেছেন বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ।

Comments

comments