পদ্মাসেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সতর্কতার সাথে চলার নির্দেশ দিয়েছেন- শেখ হাসিনা
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ ,৮ জুন, ২০২২ | আপডেট: ১২:২২ পূর্বাহ্ণ ,৯ জুন, ২০২২
বাসস।। পদ্মাসেতু উদ্বোধনের দিন দলের নেতাকর্মীদের সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন- মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা।
পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আজ (৮ জুন-২২) বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার দলীয় নেতৃবৃন্দ এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও রাজবাড়ী-১ আসনের এমপি মো. জিল্লুল হাকীম, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, প্রধানমন্ত্রীর বার্তা পড়ে শুনিয়ে মির্জা আজম বলেন- ‘প্রধানমন্ত্রী আপনাদের শোনাতে একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন সাবধানে চলাফেরা করে। গাড়ি যেন ওভারটেক না করে। ভলান্টিয়ার সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে।’
আগামী ২৫ জুন-২২ সকাল ১০,টায় বহুল আকাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১.টায় কাঁঠালবাড়ি প্রান্তে সমাবেশ করবে আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সেখানে দিনব্যাপী থাকবে নানান আয়োজন।