আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা পুলিশের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ৫ জন গৃহহীন পরিবারকে নির্মিত গৃহ হস্তান্তর।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০২২ | আপডেট: ১:০৫ পূর্বাহ্ণ ,১১ এপ্রিল, ২০২২
রাজবাড়ী জেলা পুলিশের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ৫ জন গৃহহীন পরিবারকে নির্মিত গৃহ হস্তান্তর।

বিধান কুমার ।। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উপলক্ষে একযোগে সারা বাংলাদেশে ৫ শত ২০ টি ও এরই ধারাবাহীকতায়  রাজবাড়ী জেলার ৫ টি থানায় নির্মিত ৫ টি  গৃহ গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

১০ই এপ্রিল-২২ রোজ রবিবার বাংলাদেশ পুলিশের আয়োজনে একযোগে ৫ শত ১৯ টি থানায় ৫ শত ২০ টি ও পুলিশ লাইন্স রাজবাড়ী জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ীর ৫ টি থানায় ৫ টি নির্মিত গৃহ হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলার ৫ জন সুবিধাভোগী হলেন,  রাজবাড়ী সদর থানাধীন মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামের মোছঃ কোহিনুর বেগম, গোয়ালন্দ থানাধীন গোয়ালন্দ বাজার দাসপট্টির মোছাঃ আরজু বেগম, বালিয়াকান্দি থানাধীন ইসলামপুর ইউনিয়নের বাওনাড়ার এতিফোন বেগম, কালুখালী থানাধীন মালিয়াটের মোছাঃ সালেহা বেগম, পাংশা থানাধীন মৌরাট ইউনিয়নের বাজেয়াপ্ত মালঞ্চীর মোঃ কোরবান শেখ।

এ সময় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আরো উপস্থিত ছিলেন সরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি), জননিরাপত্তা বিভাগের  সিরিয়র সচীব, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহম্মেদ পিপিএম বিপিএম বার সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা বিন্দু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে সমগ্র বাংলাদেশের ৫১৯ টি থানার ৫২০ টি ঘরের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ পুলিশের রাজবাড়ী জেলা পুলিশ কতৃক আয়োজিত রাজবাড়ী পুলিশ লাইন্সে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলাপরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আদ্বুর জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মো ইব্রাহিম টিটোন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত হোসেনে সোহরাব, জেলা পুলিশ পরিদর্শক-১ সাইদুজ্জামান, সদর থানা পুলিশ পরিদর্শক শাহাদাৎ হোসেন, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক পাল, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গণ, জেলা পুলিশের অনান্য সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ সুবিধাভোগী পরিবার প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় রাজবাড়ীর ৫ টি থানায় ৫ টি ঘর উদ্বোধন করেন এবং তাদেরকে ঘর সহ দলিল হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশের মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। আর তার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে গৃহহীনদের একটি আবাস্থল নির্মাণ করে দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর ৫ টি থানায় ৫ জন গৃহহীন পরিবারের মাঝে নির্মিত ঘর সহ দলিল হস্তান্তর করা হয়েছে।

Comments

comments