রাজবাড়ীতে বিজ্ঞান মেলার উদ্বোধন।
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০২২ | আপডেট: ১০:৪৪ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০২২
রাজবাড়ী প্রতিনিধি।। “স্মার্ট ফোনে আশক্তি, পড়াশোনার ক্ষতি” এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে । রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৬ শে ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইয়াসিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এম এম শাকিলজ্জুমান, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন।