আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় উজানচরে দোয়ার মাহফিলের আয়োজন।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ ,২৫ ফেব্রুয়ারি, ২০২২ | আপডেট: ১২:১৮ পূর্বাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০২২
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় উজানচরে দোয়ার মাহফিলের আয়োজন।

গোয়ালন্দ প্রতিনিধি।। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেজো ভাই কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় আজ শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দোয়ার মাহফিল আয়োজন করা হয়। তাকে গত শুক্রবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ও আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের ম্যাক্স নিওরোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধিন রয়েছেন।

এদিকে, শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধার নেতৃত্বে কাজী ইরাদত আলীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সি চেয়ারম্যান গোয়ালন্দ উপজেলা পরিষদ, মোঃ আসাদুজ্জামান চৌধুরী ভাইস চেয়ারম্যান গোয়ালন্দ উপজেলা পরিষদ, মোঃ সামছুল ইসলাম মন্ডল সভাপতি উজানচর ইউনিয়ন আওয়ামী লীগ, উজানচর ইউনিয়ন সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক গন ও উক্ত ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার সহ শত শত জনগণ এই দোয়ার মাহফিলে অংশ গ্রহণ করেন।

Comments

comments