চন্দনী ও দাদশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দ্বায়িত্বভার গ্রহন এবং সাবেকদের বিদায়ী অনুষ্ঠিত।
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ ,১০ ফেব্রুয়ারি, ২০২২ | আপডেট: ১০:২০ অপরাহ্ণ ,১২ ফেব্রুয়ারি, ২০২২
বিধান কুমার।। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও দাদশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আদ্বুর রব ও মোঃ দেলোয়ার হোসেন সহ সংরক্ষিত সদস্য ও ওয়ার্ড সদস্যগণ গতকাল পরিষদের দ্বায়িত্বভার গ্রহন করেছেন ও সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী ও দাদশীর সাবেক চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ও ওয়ার্ড সদস্যদের বিদায়ী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১০ই ফেব্রুয়ারি-২২ নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও ওয়ার্ড সদস্যদের বরণ সেইসাথে সাবেক চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও ওয়ার্ড সদস্যদের বিদায় ও মতবিনিময় সভাসহ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েয়ে।
চন্দনী ও দাদশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আদ্বুর রব ও মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাদশীতে জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আদ্বুর জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা, সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন শান্ত ও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ মুহাম্মদ হান্নান, সদর উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক আদ্বুর রহিম ও চন্দনীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস এ্যাডঃ আইয়ুব আলী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম চৌধুরী, আফড়া মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ ইমদাদুল হক সহ উভয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ও সাবেক সংরক্ষিত সদস্য ও ওয়ার্ড সদস্য সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত নারী সদস্য ও ওয়ার্ড সদস্যদের সঠিকভাবে দ্বায়িত্ব পালন করার আহ্বান জানান। বক্তব্য শেষে মতবিনিময় ও দোয়ামাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দাদশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন তার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন বাসির জন্য একটি এম্বুলেন্স প্রদান করেন।