আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বন্যা কবলিত ২৪ টি বিদ্যালয় খোলার ব্যপারে অনিশ্চয়তা।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০২১
রাজবাড়ীর বন্যা কবলিত ২৪ টি বিদ্যালয় খোলার ব্যপারে অনিশ্চয়তা।

স্টাফ রিপোর্টার।। বন্যার কারনে আগামী ১২ সেপ্টেম্বর তারিখে রাজবাড়ী জেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারপরও পদ্মার পানি কমার কারনে জোর প্রস্তুতি গ্রহন করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) রাজবাড়ী জেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, এ বছরের বন্যায় রাজবাড়ী জেলার ২৪ টি বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছিল। যেহেতু দ্রুতই কমছে পদ্মার পানি তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। পানি এভাবে কমতে থাকলে ৭ থেকে ৮ টি বাদে বাকি বিদ্যালয়গুলো খোলা সম্ভব হবে। আর পানি বাড়লে আবার বন্ধ হয়ে যাবে সব কটি বিদ্যালয়।
রাজবাড়ী সদর উপজেলার ৬ নং কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব দত্ত বলেন, বন্যা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। বন্যার পানি কমাতে আশংকামুক্ত হতে পেরেছি। স্কুল খোলার ব্যপারে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Comments

comments