আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পায়ে পচন ধরা অসুস্থ খোকনের পাশে পুনাক ও পুলিশ।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ ,২৩ আগস্ট, ২০২১ | আপডেট: ১২:৪১ পূর্বাহ্ণ ,২৫ আগস্ট, ২০২১
পায়ে পচন ধরা অসুস্থ খোকনের পাশে পুনাক ও পুলিশ।

স্টাফ রিপোটার।। সোমবার ২৩ আগস্ট-২১ তারিখে পায়ে পচন ধরা অসুস্থ প্রতিবন্ধী খোকনের পাশে দারিয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।তার জীর্ণ শরীর, খুবই অসুস্থ। পায়ে পচন ধরেছে, এতে জন্মেছে পোকা। পচা শরীরের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। পরনের ছিন্ন লুঙ্গীটি কোনমতে গায়ে জড়িয়ে পড়ে আছে ফুটপাতে, দুদিন ধরে। অসহায় অসুস্থ এ মানুষটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। লোকটিকে হাসপাতালে নেয়া হয়েছে, করা হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা।
পুনাক’র ফেসবুক পেজে জনৈক জুবায়ের শামীমের তথ্যের সূত্র ধরে অসুস্থ এ ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। তাঁর আন্তরিক অনুরোধে অসুস্থ লোকটির খোঁজে নেমে পড়েন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুন্সী। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর অসুস্থ মানুষটির খোঁজ পাওয়া যায়। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার ভবনের সামনের ফুটপাতে পড়ে আছেন। গতকাল (২২ আগস্ট) রাতে উদ্ধার করা হয়েছে তাকে। উদ্ধার করেই ওসি তার সহকর্মীদের নিয়ে পরম মমতায় যত্নে লোকটির পোকা ধরা দুর্গন্ধযুক্ত পায়ের ক্ষতস্থান পরিচর্যা করেছেন। পুনাক সভানেত্রীর সহায়তায় ভর্তি করেছেন পঙ্গু হাসপাতালে। খোকন এখন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, এ মুহূর্তে পচন ধরা পায়ের অপারেশন জরুরি নয়। শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।খোকন নিজের সম্পর্কে তেমন কিছুই বলতে পারেননি। শুধু এক পুত্র আছে বলে জানিয়েছেন। পুনাক’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করে জুবায়ের শামীম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন পৃথিবী বড্ড সংকটের সময় পার করছে। এই সময়ে পুনাকের এই কার্যক্রম আমাকে প্রবল আশাবাদী করে। পুনাকের জন্য অনেক শুভকামনা।
পুনাক পুলিশ পরিবারের একটি সংগঠন হলেও বর্তমান সভানেত্রীর নেতৃত্বে নিজেদের গণ্ডি পেরিয়ে বৃত্তের বাইরে গিয়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার এমন হাজারো উদাহরণ রয়েছে বাংলাদেশ পুলিশ এবং পুনাক’র।

সুত্রঃপ্রেস রিলিজ

Comments

comments