গোয়ালন্দে প্রবাসীর জায়গায় বিল্ডিং তুলছেন দিনমজুর থেকে কোটিপতি প্রভাবশালী বাবলু কন্ট্রাকটর
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ ,২৩ জুলাই, ২০২১ | আপডেট: ২:৪৮ পূর্বাহ্ণ ,২৮ জুলাই, ২০২১
মোঃ আলমাস আলী॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হামিদ মেম্বরের হাট সংলগ্ন এক প্রবাসীর জায়গায় অবৈধভাবে বিল্ডিং ঘর নির্মাণ করছেন দিনমুজুর থেকে কোটিপতি প্রবাবশালী বাবলু কন্ট্রাকটর। তিনি তার অদৃশ্য ক্ষমতাবলে তিন তলা বিল্ডিং ঘর নির্মাণ করছেন মর্মে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় সে এক চেয়ারম্যান ও স্থানীয় যবু সমাজকেও অর্থের বিনিময়ে পক্ষে রেখেছেন।
সম্প্রতি চর দৌলতদিয়া হামিদ মেম্বরের হাট সংলগ্ন হাটের পশ্চিম পাশে অবৈধভাবে পাকা রাস্তার পাশের জমি দখল করে এই পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি সুরাহা চেয়ে জমির মালিক প্রবাসীর স্ত্রী নিলুফা ইয়াসমিন রাজবাড়ী আদালতসহ রাজবাড়ী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
নিলুফা ইয়াসমিন বলেন- আদালতের নির্দ্দেশ মোতাবেক আমি এবং গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকবার নির্মাণ কাজ বন্ধ করে দেই। কিন্ত পুলিশ যেতে না যেতেই আবারো কাজ শুরু হয়। যদিও এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী নিলুফার করা অভিযোগের পর গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।
ঘটনার সত্যতা জানতে স্থানীয় বেশ কয়েকজন গুনিজনের সাথে কথা হলে তারা বলেন- চর দৌলতদিয়া মৌজার বিএস-৫১৮ নং খতিয়ান ভূক্ত এসএ-৯৬৯, ৯৭০ নং দাগে ২ আনার ৫৯ শতাংশ পাকা রাস্তার পাশের জমি সহ বেশ কয়েকটি দাগের জমি জবর-দখল করে তিন তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। উক্ত জবর-দখলকারী হঠাৎ কোটি-কোটি টাকার মালিক বনেছেন। তিনি ইদানিং বাবুল কন্ট্রাক্টার নামে পরিচিত। তিনি চর দৌলতদিয়া এলাকার মৃত রহমত ব্যাপারীর ছেলে সাবেক দিনমুজুর বাবলু ব্যাপারী। এই বাবলু ব্যাপারী কিছুদিন আগেও অত্র এলাকায় দিনমুজুর হিসেবে কাজ করতেন। তিনি বর্তমান ঢাকা নারায়নগঞ্জে বসবাস করেন। বাবলূ ব্যাপারী হঠাৎ সম্পদশালী হওয়ার পিছে অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে। এলাকাসহ ঢাকায় বহুতল কয়েকটি বিল্ডিংয়ের মালিক তিনি। বাড়ীতেও নির্মাণ করেছেন তিন তলা বিল্ডিং আবাসিকস্থল। বাবলু ব্যাপারী স্থানীয় কিছু যুবকদেরকে টাকার বিনিময়ে তার সন্ত্রাসী বাহিনীতে রেখেছেন। তার সবকিছুই এই বাহিনীর লোকজন দেখভাল করে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান। পুলিশ এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা নেবেন বলে তারা আশা করেন।
এ ব্যাপারে বাবলু ব্যাপারীর নিকট জানতে চাইলে, প্রবাসী ইউনুছ শেখের স্ত্রী নিলুফার কোন জমি তার দখলে নেই, তিনি তার নিজের জমিতেই বিল্ডিং নির্মাণ করছেন মর্মে জানিয়ে দেন।