আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর লক্ষ্মীকোলে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০২১ | আপডেট: ৩:১৫ পূর্বাহ্ণ ,২০ এপ্রিল, ২০২১
রাজবাড়ীর লক্ষ্মীকোলে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজবাড়ী প্রতিনিধি।। বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাজবাড়ী জেলা কৃষক লীগ। এ প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষে ১৯শে এপ্রিল-২১ সোমবার রাত ৭.টার দিকে রাজবাড়ী জেলা শহরের লক্ষ্মীকোল গ্রামের আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পম্চিম পাশে সোহাগের অফিসে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এ সময়- রাজবাড়ী জেলা কৃষকলীগের নবাগত আহবায়ক মোঃ আবু বককার খাঁন, যুগ্ন আহবায়ক হেনা মুন্সি,বিপ্লব, জেলা কৃষক লীগের সদস্য আলাউদ্দিন আলাল, রাজু আহমেদ, মেহেদী হাসান সোহাগ, দেলোয়ার হোসেন রনিসহ অন্যান্য নেতা-কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের কৃষি খাতকে উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করে ছিলেন, প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা ও তাদের দাবি আদায়সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

Comments

comments