আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা ভাষার শুদ্ধ চর্চার লক্ষে রাজবাড়ীতে ‘বাংলা উৎসব’ অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ ,১৩ মার্চ, ২০২১ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ণ ,১৫ মার্চ, ২০২১
বাংলা ভাষার শুদ্ধ চর্চার লক্ষে রাজবাড়ীতে ‘বাংলা উৎসব’ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।। বাংলা ভাষার শুদ্ধ চর্চার লক্ষে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে “বাংলা উৎসব”ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‘রাজবাড়ী একাডেমি’র আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠিত ১৩ই মার্চ-২১ শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ উৎসবের উদ্ধোধন করেন- সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা।
দিন ব্যাপী অনুষ্ঠানে হাতের সুন্দর লেখা, কুইজ, চিত্রাংকন, শব্দ দ্বারা বাক্য গঠন, বানান সংশোধন, মানচিত্রে স্থান শনাক্তকরণ, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, দেয়াল পত্রিকা, ছড়া লিখনসহ ৩৫ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

comments