আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকের বিষয়ে কোন গড ফাদারকে ছাড় দেওয়া হবে না;প্রধানমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ ,১ জুন, ২০১৮ | আপডেট: ২:০৪ পূর্বাহ্ণ ,৩ জুন, ২০১৮
মাদকের বিষয়ে কোন গড ফাদারকে ছাড় দেওয়া হবে না;প্রধানমন্ত্রী

জনতার মেইল ডেস্ক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস আমরা নিয়ন্ত্রণ করতে পারছি।তবে, অন্যান্য দেশের তুলনায় আমদের দেশ সন্ত্রাসের দিক দিয়ে নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, মাদকের ছোবলে দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে।মাদক ব্যাবসায়ী কারও আপন নয়, এরা জাতীর শত্রু, দেশের শত্রু।কে কি গড ফাদার আমরা তা দেখছি না।আমরা অভিযান হঠাৎ করে শুরু করিনি।অনেক দিন ধরে দেখে তারপর এ অভিযান শুরু হয়েছে।
বুধবার বিকাল চারটার দিকে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এমন দিন নাই যে ইয়াবা পাওয়া যায় নি । মাদকের পেছনে যেই গড ফাদার থাকুক তাদের ছাড়া হচ্ছে না, হবে না।
তিনি বলেন, আমার নিজের দেশের পানির জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।আজকে সীমান্ত হত্যা বন্ধ করতে সক্ষম হয়েছি।সমস্যাগুলো একে একে সমাধান হচ্ছে।আরো যতো সমস্যা আছে ইনশাল্লাহ- পর্যায়ক্রকে সমাধান হবে।

Comments

comments