রাজবাড়ীর এসএম কুদ্দুস জামান হাইকোর্টের বিচারপতি হওয়ায় অভিনন্দন জানালেন-কাজী ইরাদত
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ ,১ জুন, ২০১৮ | আপডেট: ১:২৭ পূর্বাহ্ণ ,৩ জুন, ২০১৮
জনতার মেইল ডেস্ক।।রাজবাড়ীর কৃতি সন্তান ও ঢাকা জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত এস.এম কুদ্দুস জামান সুপ্রীম কোর্টের, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি জননেতা কাজী ইরাদত আলী।
নব নিযুক্ত অতিরিক্ত বিচারপতি এস এম কুদ্দুস জামান ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।এস এম কুদ্দুস জামান রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার মরহুম হামিজ উদ্দিন সেখের পুত্র।
গত ৩০শে মে তাদেরকে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে এস.এম কুদ্দুস জামানসহ ১৮জনকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানান হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ প্রদান করা হয়।শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য তাদেরকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
গত ৩১শে মে-১৮ বিকাল ৩.টার সময় নিয়োগপ্রাপ্ত ১৮জন অতিরিক্ত বিচারপতিকে তাদের শপথ বাক্য পাঠ করান- সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
অপরদিকে- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত ওই প্রজ্ঞাপনে অতিরিক্ত বিচারক হিসেবে আরও নিয়োগ প্রাপ্তরা হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সাবেক জেলা জজ মোঃ আবু আহমেদ জমাদার, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মোঃ আতোয়ার রহমান, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট এস.এম. আব্দুল মবিন, ডেপুটি এটর্নি জেনারেল খিজির হায়াত, শশাংক শেখর সরকার, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মোঃ রিয়াজ উদ্দিন খান, মোঃ খায়রুল আলম, ডেপুটি এটর্নি জেনারেল এস.এম মনিরুজ্জামান, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট আহমেদ সোহেল, ডেপুটি এটর্নি জেনারেল সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর ও খোন্দকার দিলীরুজ্জামান এবং সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট ডঃ কে,এম হাফিজুল আলম। জানা গেছে, আজ বৃহস্পতিবার অপরাহ্নে নব নিযুক্ত বিচারপতিগণ শপথ গ্রহণ করবেন।
রাজবাড়ীবাসীর পক্ষ থেকে অভিনন্দন-
নব নিযুক্ত বিচারপতি কুদ্দুস জামানকে রাজবাড়ীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অভিনন্দন জানিয়েছেন তারা হলেন- রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ শফিকুল আযম মামুন ও সাধারন সম্পাদক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ পারিজাত কুমার পাল, সদস্য কাজী ফরিদ, রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ণ চৌধুরী, রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ মোঃ উজির আলী সেখ, রাজবাড়ী জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ উমা সেন প্রমূখ ।