আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের কমিটিতে আছেন যারা:


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ৫:১৮ অপরাহ্ণ ,৪ জানুয়ারি, ২০২১
রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের কমিটিতে আছেন যারা:

স্টাফ রিপোর্টার।।  রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের মোঃ তোফাজ্জেল হোসেন তপু কে সভাপতি ও মোঃ আব্দুল মতিন ব্যাপারীকে সাধারন সম্পাদক এবং মোঃ শাহিন শেখ কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটি।

বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সভাপতি মো. আলী হোসেন এবং সাধারন সম্পাদক মো. সানোয়ার হোসেন চৌধুরী ৩০শে নভেম্বর-২০ বুধবার বিকেলে এ কমিটিতে স্বাক্ষর করেন। একইদিন সন্ধ্যায়- ঢাকার মিরপুর দারুস্সালাম ২য় কলোনীর ১/এ/১ শহীদ নূর হোসেন টাওয়ারের অবস্থিত অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে- বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ আলী হোসেন পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন।

রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের কমিটিতে সহ-সভাপতির পদ রাখা হয়েছে ৯টি, যুগ্ন-সাধারন সম্পাদক ৪টি, সংগঠনিক পদ ৫টি ও অন্যান্য পদসহ মোট ৭১ সদস্যের পূর্নাঙ্গ কমিটিতে ৬১ জনের নাম প্রকাশ করা হয়েছে। বাকি ১০টি পদ যে কোন সময়ে পূরণ করবেন জেলার নেতৃবৃন্দ।

কমিটির যে ৬১ জনের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন:-

সভাপতি:- মো. তোফাজ্জেলহোসেন তপু।

সহ-সভাপতি:- মো. জাকির হোসেন সরদার, মো. খলিলুর রহমান মিয়া, মো. খালেক সরদার, এস.এম. রিয়াজুল করিম, মো. কাদের রেজা, মো. সোলেয়মান রহমান বাবলু, মো. আলতাফ সানি, মো. আবুল হোসেন মোল্লা।

সাধারন সম্পাদক:- মো. আব্দুল মতিন ব্যাপারি।

যুগ্ন-সাধারন সম্পাদক:- হাজি মো. বাবু, মো. আক্কাছ মোল্লা, মো. ওহেদ আলী, শ্রী নিবাস মজুমদার।

সাংগঠনিক সম্পাদক:- মো. শাহিন শেখ, এস এম মঈনুল ইসলাস হিমেল, মো. জুয়েল রানা আবু, মো. একরাম মোল্লা, মো. মোকছেদ শেখ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক:- মো. নজরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক:- মো. রসুল মিয়া।

দপ্তর সম্পাদক:- মোঃ রেজাউল করিম, সহ-দপ্তর সম্পাদক:- মো. রবিউল ইসলাম।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক:- মো. আবজাল খান, সহ-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক:- মো. আরমান হোসেন।

আইন বিষয়ক সম্পাদক:- মো. নজরুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক:- মো. মাসুদ খান।

শিক্ষা রিষয়ক সম্পাদক:- মো. মনিরুজ্জামান বিশ্বাস, সহ-শিক্ষা রিষয়ক সম্পাদক:- মো. জহিরুল মোল্লা।

মানব সম্পদ রিষয়ক সম্পাদক:- মো. ফজল শেখ, সহ-মানব সম্পদ রিষয়ক সম্পাদক:- মো. রবিন বিশ্বাস।

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক:- মো. ইদ্রিস আলী মোল্লা, সহ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক-……।

তথ্য ও গবেষনা সম্পাদক:- মো. আবজাল খাঁন, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক- মো. মোজাম্মেল হক লাল্টু।

ত্রান ও পূরর্বাসন বিষয়ক সম্পাদক:- মো. রাজিব আহম্মেদ, সহ-ত্রান ও পূরর্বাসন বিষয়ক সম্পাদক:- মো. সালাউদ্দিন সরদার।

সমাজ কল্যান সম্পাদক:- মো. শাহাদত হোসেন টোকন, সহ-সমাজ কল্যান সম্পাদক:- মো. আবুল কালাম আজাদ।

ধর্ম বিষয়ক সম্পাদক:-….., সহ-ধর্ম বিষয়ক সম্পাদক:- মো. ইউনুছ শেখ।

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক:- মো. মাসুদ মোল্লা, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক:- মোঃ সানাউর রহমান জাকির।

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক:- মো. আলম পাটোয়ারী, সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক:- মোঃ আমির হোসেন গাজী।

প্রশিক্ষণ ও চালক কল্যান বিষয়ক সম্পাদক:- মো. লতিফ শেখ, সহ-প্রশিক্ষণ ও চালক কল্যান বিষয়ক সম্পাদক:- মোঃ খোরশেদ আলম।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:- মো. মতিয়ার রহমান শেখ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:- মো. আলমাছ আলী।

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক:-……, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক-……।

সাংস্কৃতিক সম্পাদক:- মো. বাউল ইছহাক, সহ-সাংস্কৃতিক সম্পাদক:…..।

যুব ও ক্রীড়া সম্পাদক:-….., সহ-যুব ও ক্রীড়া সম্পাদক:-…..। মহিলা বিষয়ক সম্পাদক:- মালেকা সামসাদ মলি।

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-…., সহ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-…..।

 মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- মো. হাজী সালাম। কোষাধক্ষ্য-……।

এছাড়াও, কার্যকরী সদস্য হলেন:- মো. শুক্কুর আলী মিয়া, মো. ফজলু রহমান, মো. রজব শেখ, মো. সিদ্দিক মিয়া, মো. সোহেল মুন্সি, মো. আল-আমিন খাঁন, মো. জিল্লুর রহমান, উজ্জ্বল চক্রবর্তী, মো. মোয়াজ্জেম হোসেন মনজু, মো. মফিজুল সরদার ও মো. শিমুল শেখ।

উল্লেখ্য: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে সংগঠনের ভাবমুর্তি অক্ষুন্ন রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং মটর চালকদের সার্বিক উন্নয়ন করতে পারে সেই জন্য রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছে।

Comments

comments