লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর কৃতিসন্তান মেজর জেনারেল মতিউর রহমান
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ ,২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ণ ,২৮ ডিসেম্বর, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম হিসেবে রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতিসন্তান মেজর জেনারেল এস এম মতিউর রহমান এএফডব্লিউসি, পিএসসি- কে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে আর্টডকের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি ) হিসেবে বদলি করা হয়েছে।
সাভারের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম হিসেবে বদলি করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর-২০ বৃহস্পতিবার এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি হয় বলে সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান ১৯৬৫ সালের ২৪শে নভেম্বর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালের ২০শে ডিসেম্বর ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। বর্নাঢ্য কর্মময় জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিস, জালালাবাদ সেনানিবাসে প্রশিক্ষক, বাংলাদেশ মিলিটারী একাডেমী চট্টগ্রামের প্রশিক্ষক, দুইটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার এবং ডিজিএফআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৮ই আগস্ট তিনি ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন এবং ১৩ই আগস্ট ২০১৩ সালে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং যশোর এরিয়া কমান্ডার ছিলেন। বর্তমানে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।