আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদার বলেন- এ জেলা হোক সুস্থ্য রাজনীতির রাজধানী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ ,৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২:২৯ পূর্বাহ্ণ ,৫ ডিসেম্বর, ২০২০
রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদার বলেন- এ জেলা হোক সুস্থ্য রাজনীতির রাজধানী

সমীর কান্তি বিশ্বাস।। এ জেলা হক সুস্থ্য রাজনীতির রাজধানী, কোন দূবৃত্ত বঙ্গবন্ধু সোনার বাংলাকে নসাৎ করতে পারবে না। ৩০ লক্ষ শহিদের প্রানের বিনিময়ে স্বাধীনতা এসে। মুক্তি যুদ্ধের সময় আমার বয়স ছিল ৯ বছর অনেককে হারিয়েছি এখন আর হারাবার কিছু নেই।বাংলাদেশকে বাচানোর জন্য বেচে আছি। লুটেরাদের কাছ থেকে বাংলাদেশকে বুক্ত করতে চাই। কারো স্বার্থের জন্য কাজ করছি না। ঘুষ দূর্নিতির বিরুদ্ধে কাজ করছি আমরা দূবৃত্তর কাছে হার মানতে চাই না। ১৯৭৫ এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবরের সকলকে হত্যা করা হয়। মৃত্যুর পরের দিন এ দেশে নাজাত দিবস পালন করা হয়েছিল। সেদিনতো কার ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগেনি কেই প্রতিবাদও করেনি।

তিনি বলেন, তিনি কিসের ব্যবসা করেন যে রাজবাড়ী জেলার সর্বোচ্চ কর দাতা হন!

জেলা বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আনিচুর রহমান বাদী হয়ে ধর্মীয়ও অনুভুতিতে আঘাত আনা দায়ের করা মামলায় ৩রা ডিসেম্বর-২০ বৃহস্পতিবার জামিন নিতে এসে জামিন প্রাপ্তির পর জেলা প্রশাসকের কার্যালয়ের চত্তরে এক পথ সভায় স্থানীয় সাংবাদিক ও ভক্তবৃন্দদের উদ্যেশে এসব কথা বলেন- দৈনিক বাংলা ৭১ পত্রিকার এবং উত্তরাধিকার ৭১ অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক প্রবীর শিকদার।

পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী সদর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নওয়াব আলী, কালুখালী উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ৩রা ডিসেম্বর-২০ বৃহস্পতিবার ধার্য তারিখে সাংবাদিক প্রবীর সিকদার আদালতে হাজির হয়ে রাজবাড়ীর ১ নং আমলী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে উভয় পক্ষের শুনানী শেষে আদালতের বিচারক সুধাংশু শেখর রায় সাংবাদিক প্রবীর শিকদারের জামিন মঞ্জুর করেন।

Comments

comments