আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ ,১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২:২২ পূর্বাহ্ণ ,৪ ডিসেম্বর, ২০২০
রাজবাড়ীতে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের আহ্বানে রাজবাড়ীতে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর-২০ মঙ্গলবার বিকেল ৩.টার দিকে রাজবাড়ী প্রেসক্লাব ও রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচী পালন করেন জেলার সাবেক সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সাবেক জেলা ছাত্রলীগ নেতা এস,এম, মনিরুল ইসলাম (মঈন), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক শিহাব আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান (সেলিম), সেলিম মোল্লা, ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক আলামিন মোস্তফা , মোহাম্মদ মমিনুল ইসলাম (মমিন), সোহেল আহমেদ, মিজানপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদুর রহমান ফরিদ, সাকিল আহমেদ (সবুজ), আহমেদ পরাগ, যুবনেতা আনিসুর রহমান মৃধা ( আনিস), রহিম ফকির, ইরান মিয়া, শাহেদ মিয়া, নারায়ন, সফিকুল ইসলাম (সফিক), সেন্টু খান, সুশান্ত, আঃ খালেক, শেখ তুষার, মহসিন, আঃ রশিদ, মোঃ আব্দুল মতিন, টোকন, সাজ্জাদ, হানিফ সেখ, মোঃ সাগর সহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের অসংখ্যা নেতাকর্মীবৃন্দ।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন। তারাও- জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মহানবী (সাঃ) এর অবমানাকারী ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যের বিরোধিতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী শাখার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Comments

comments