রাজবাড়ীতে আল-নিমা এন্ড নুর-কুয়েতি ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ উদ্বোধন
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ ,২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৪৮ অপরাহ্ণ ,৩ অক্টোবর, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। আল নিমা নুর এন্ড কুয়েতি ফাউন্ডেশনের অর্থায়নে পূনর নির্মিত রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর মধ্য খান পাড়া জামে মসজিদ শুভ উদ্বোধন করলেন ওই মসজিদের ইমাম আব্দুল মতি নেছারী।
২ অক্টোবর-২০ শুক্রবার বাদ জুম্মা এ শুভ উদ্বোধন করা হয়।
খান পাড়া জামে মসজিদ ২2০০১ সালের ছোট্ট একটি ছাপড়া ঘর দিয়ে নির্মিত হয়। এই মসজিদে দিন দিন মুসল্লী সংখ্যা বাড়তে থাকায় জায়গা হচ্ছিলনা মুসল্লিদের।নজরে আসে আল নিমা নুর এন্ড কুয়েতি ফাউন্ডেশন কর্তৃপক্ষের। পরবর্তীতে মসজিদটি পূনর নির্মানে সার্বিক সহযোগিতা করেন আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম সিকদার (কুয়েত প্রবাসী)।
এই মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন- মোহাম্মদ জালাল উদ্দিন খান, মোছাঃ মমতাজ বেগম, মরহুম ইউসুফ আলী খান, মরহুম নাজিম উদ্দিন খান, মরহুম মকবুল খান, মরহুম শুকুর আলী খান ।
আজ জুম্মায় শত শত মুসল্লি নিয়ে নতুন মসজিদে নামাজ আদায় শেষে মোনাজাতে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, রাজবাড়ী জেলায় একজন মানব দরদী মানুষ জন্ম হয়েছে তার নাম নুরুল ইসলাম সিকদার। তার সহায়তায় রাজবাড়ী জেলা সহ বিভিন্ন জেলায় ৫০ টি মসজিদ কাজ চলমান রয়েছে। আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন।
মসজিদ নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন মোঃ কাজী শহিদুল ইসলাম সুজন, মোঃ সিরাজ মৃর্ধা, মোহাম্মদ শাহাদাত মৃর্ধা, প্রমুখ।