রাজবাড়ী বাঁধের কাজের নেই অগ্রগতি ।।প্রধান সড়কের কাজ কবে শুরু হবে? জেলা প্রশাসক
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ ,২০ মে, ২০১৮ | আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ণ ,২১ মে, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। রাজবাড়ী শহর রক্ষা বাধের ৩শত ৪২ কোটি টাকার কাজের কোন ধরনের অগ্রগতি হয়নি কেন ? রাজবাড়ী জেলা প্রশাসকের এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেন-নি পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী । শুধু তাই নয়, ডিবিএল নামে যে ঠিকাদারী প্রতিষ্ঠানকে এই ৩শত ৪২ কোটি টাকার কাজ দেয়া হয়েছে তা তারা কখনই সমাপ্ত করতে পারবেনা, কারন তারা একটি অকার্যকর ঠিকাদারী প্রতিষ্ঠান বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক ।
২০শে মে-১৮ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হয় ।
ওই সভায়, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান ।
এ সময় সভায়, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, চার উপজেলা চেয়ারম্যান ও জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
জেলা প্রশাসক আরো জানতে চান, জেলার প্রধান সড়কের ৩শত ৯৫ কোটি টাকার কাজের গতি বাড়ানো সহ জৌকুরা হতে প্রধান সড়ক ও জেলখানা হতে পাংশার শিয়াল ডাঙ্গি পর্যন্ত রাস্তা প্রশস্তকরনের কাজ দুটি কবে শুরু করা হবে ?
অপরদিকে, মানুষের দুর্ভোগ কমাতে- দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত পুরো পুরি কার্পেটিং করে সড়ক ও জনপদ বিভাগকে অতিশিঘ্রই কাজ করার নির্দেশ দেন জেলা প্রশাসক ।
তথ্য অধিকার সম্পর্কে তিনি বলেন, চাহিবামাত্র যে কোন অফিসের কর্মকর্ত-কর্মচারী তথ্য প্রদান করতে বাধ্য থাকিবেন । শুধু মাত্র রাষ্ট্রের ক্ষতি সাধন হয় এমন তথ্য দেওয়া যাবে না ।