আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিতুল হাকিমের মহতি উদ্যোগে কালুখালী বাজার খোলা হয়েছে ৩ দিনের জন্য


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ ,১৭ মে, ২০২০ | আপডেট: ১২:৫২ পূর্বাহ্ণ ,১৯ মে, ২০২০
মিতুল হাকিমের মহতি উদ্যোগে কালুখালী বাজার খোলা হয়েছে ৩ দিনের জন্য

এস.এম হিমেল।। স্বাস্থবিধি মেনে রাজবাড়ী জেলা আওয়ামালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশিক মাহমুদ মিতুল হাকিমের মহতি উদ্যোগে- ঈদের বেঁচা-কেনা করার জন্য ১৭ মে-২০২০ রবিবার হতে আগামী ২০ মে পর্যন্ত রাজবাড়ীর কালুখালী উপজেলা বাজারের সপিংমল সহ সকল প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা হয়েছে।

করোনা দূর্যোগে গত আড়াই মাস যাবৎ লকডাউন মেনে চলা অসহায় জনসাধারন ও ব্যাবসায়ীদের কথা চিন্তা করে ১৬ মে-২০২০ শনিবার রাতে কালুখালির রতনদিয়া বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করে আইনশৃঙ্খলা ও সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রেখে বাজারের সকল দোকানপাট খোলার এ উদ্যোগ গ্রহন করেন করেন তিনি।

তবে, বাজার খোলা রাখায়- করোনা ঝুঁকি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এমপি পুত্র মিতুল হাকিমের নির্দেশনায় স্বেচ্ছাসেবকের দ্বায়িত্ব পালন করছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ৪০ জন নেতা-কর্মি। এ কাজে সহায়তা করছেন কালুখালী থানা পুলিশের সদস্যরা।

১৭ মে-২০২০ রোববার সকালের দিকে গিয়ে দেখাযায় কালুখালী বাজারে চারপাশে ৬টি প্রবেশদ্বার। বাজার ও মার্কেটে আসা সকল ব্যক্তিদের ঢুকার প্রবেশ পথেই শরীরের তাপমাত্রা মাপার মেশিনের সাহায্যে তাপমাত্রা দেখে দিচ্ছে। এছাড়াও, বাজারে কোনপ্রকার অটোরিক্সা, ভ্যানসহ ভাড়ী যানবাহন প্রবেশ বন্ধে কাজ করছে ও জনসাধারনের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মাস্ক ব্যবহার করে বাজারের প্রবেশ নিশ্চিত করছেন স্বেচ্ছাসেবকরা।

তোফাদিয়া রতনদিয়া বাজার চার বাস্তা মোড়, অগ্রণী ব্যাংক, পশুহাট, উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে, গঙ্গানন্দপুর রেলগেট, রতনদিয়া হাই স্কুলের পিছনের রাস্তাসহ সকল এলাকায় দলভুক্ত হয়ে কাজ করছে স্বেচ্ছাসেবকগণ। এসময় কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা যুবলীগের সদস্য সেলিমউর রেজা, রতনদিয়া ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল, যুবলীগ নেতা সুমন আহমদ, ইশান মোল্লাসহ আরো অনেকেই মনিটরিংয়ের দ্বায়িত্ব পালন ও তদারকী যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা

আশিক মাহমুদ মিতুল হাকিম- বাজারের ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার জন্য বলেন। এছাড়াও বাজারের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

তিনি এ কাজে ব্যক্তি উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকদের মাঝে পিপিই, মাস্ক, গগলস, হ্যান্ড গ্লাভস, ফেইস শিল্ড, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ প্রদান করেন।

উল্লেখ্য, আগামী ২০ মে থেকে কালুখালী বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Comments

comments