আজ : রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাঃ সহযোগিতার হাত বাড়িয়ে পিরোজপু সাংবাদিকদের পাশে দাঁড়ালেন প্রাণিসম্পদ মন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ ,২৭ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:১২ অপরাহ্ণ ,২৭ এপ্রিল, ২০২০
করোনাঃ সহযোগিতার হাত বাড়িয়ে পিরোজপু সাংবাদিকদের পাশে দাঁড়ালেন প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর সংবাদদাতা-মোঃ জাহিদ হাসান।। করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ চলাকালীন সময়ে অন্যান্য পেশার মানুষের মত  জীবন যাপন করছে গনমাধ্যম কর্মিরা। আর সবচেয়ে বেশি বিপাকে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সংবাদকর্মীরা।

করোনা দুর্যোগের এই আপদকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে পিরোজপুর জেলা/উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম। তিনি পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় কর্মরত সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়েছেন।

২৭ এপ্রিল-২০২০ সোমবার মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ২ লাখ টাকা, নাজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ১ লাখ টাকা এবং স্বরূপকাঠী প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ১ লাখ টাকা অনুদান দিয়েছেন। এর আগেও মন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুর জেলা শহরে কর্মরত সাংবাদিকদের পিপিই এবং আর্থিক সহায়তা দিয়েছেন। শ ম রেজাউল করিম পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

এ বিষয়ে, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু বলেন, ‘বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেও পিরোজপুরের সাংবাদিকদের বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করেছেন। করোনা দুর্যোগকালীন এই সময়ে সাংবাদিকরা মন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে খুবই উপকৃত হয়েছেন।’ সাংবাদিকদের আর্থিকভাবে সহযোগিতা করায় তিনি পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম এবং নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি এইচ এম লাহেল মাহমুদ।

এর আগে করোনার সংক্রমনের কারণে আদালত বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া পিরোজপুরে কর্মরত ৫৬ জন আইনজীবী এবং ২০ জন আইনজীবী সহকারীকে নিজস্ব তহবিল থেকে ৩ লক্ষ টাকা প্রদান করেছেন মন্ত্রী। এছাড়া তিনি পিরোজপুর-১ আসনের তিনি উপজেলায় কর্মহীন হয়ে পড়া জনসাধারণের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার ২৭ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এক সময় মফস্বলে আমি সাংবাদিকতা করতাম। মফস্বল সাংবাদিকদের কষ্ট আমার চেয়ে কেউ বেশি বোঝে না। আমি  আমার সাধ্যমতো সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।’

Comments

comments