রাজবাড়ীর এমপি’র উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকা ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু বিতরণ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ ,২৫ মার্চ, ২০২০ | আপডেট: ১২:৪১ পূর্বাহ্ণ ,২৭ মার্চ, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। সময়টা এখন ভালো যাচ্ছে না, চারিদিকে করোনাভাইরাস আতঙ্ক। জীবন বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে রাজবাড়ীর বাসিন্দারা যখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ঠিক তখন, এই করোনাভাইরাস মোকাবেলায় খাদ্য সহায়তা দিয়ে রাজবাড়ীর সাধারন মানুষের পাশে এসে দাঁড়ালেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যাক্তিগত উদ্যোগে ২৫ মার্চ-২০২০ বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে এবং গোয়ালন্দ উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের ১ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে এ সব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
মানুষকে দূর্যোগকালীন এই সময়ে হত দরিদ্রদের মাঝে বিতরণকৃত সামগ্রির মধ্যে ছিল- ২ হাজার কেজি চাল, ১ হাজার কেজি ডাল, ১শত কেজি আলু, ১ হাজার ডেটল সাবান ও ১ হাজার মাস্ক ।