আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নুরজাহান হোসেন সরঃ প্রাথঃ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ ,২২ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১২:৫৫ পূর্বাহ্ণ ,২৩ ফেব্রুয়ারি, ২০২০
নুরজাহান হোসেন সরঃ প্রাথঃ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আলমাস আলী।। রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা নুরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রন্টুর সভাপতিত্বে ২২ শে ফেব্রুয়ারি-২০২০ শনিবার সকাল ১১.টার দিকে প্রধান অতিথি হিসেবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

বিদ্যালয়ের সহ-সভাপতি এজে মিন্টুর সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ উদ্বোধনী অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম রব্বানী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব। অন্যন্যদের মধ্যে এ সময়,  ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এহসানুল করিম হিটু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগতা সরকার সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, এনবিআইডিএনএনজিপিএস প্রকল্পের আওতায় সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৪ লাখ ৯০ হাজার ৯৫৭ টাকা ব্যায়ে নুরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষ নির্মাণ কাজ করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ।

Comments

comments