আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসের মা’য়ের পরলোক গমন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১১:০৯ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০২০
সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসের মা’য়ের পরলোক গমন

উজ্জ্বল চক্রবর্ত্তী।।  রাজবাড়ী ডিজিটাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ‘জনতার মেইল.কম’ এর ও ‘দৈনিক সকালের সময়’ এর সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসের মা সবিতা রানী বিশ্বাস ইহলোকের মায়া ত্যাগ করিয়া পরলোক গমন করিয়াছেন।

১১ জানুয়ারি-২০২০ শনিবার রাত ১১.টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদি কুড়িপাড়া গ্রামের নিজ বাস ভবনে বার্ধ্যক্যজনিত কারনে মৃত্য বরণ করেন।

১২ জানুয়ারি-২০২০ রবিবার সকাল ১১.টার সময় পারিবারিক শ্বশ্মানে তার দেহ দাহ্য করা হয়।

মৃত্যুকালে সবিতা রানী বিশ্বাস বয়স হয়েছিলো (৭০) বছর। তিনি, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্নিয়-স্বজন ও গুনগ্রাহি রেখে যান।

সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসের মা’য়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাব।

Comments

comments