বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে রাজবাড়ীতে র্যালী
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ ,১৪ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১২:২৪ পূর্বাহ্ণ ,১৫ নভেম্বর, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী।। “আসুন পরিবারকে ডায়াবেটিকস মুক্ত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে- ১৪ নভেম্বর-১৯ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিকস হাসপাতাল ও রোটারি ক্লাব অব চন্দনার যৌথ উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিকস হাসপাতালে এসে শেষ হয়, এবং হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় রাজবাড়ীর ডায়াবেটিকস সমিতির সহ-সভাপতি মোঃ ওয়াজিউল্লাহ মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি ও রাজবাড়ীর ডায়াবেটিকস সমিতির সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রোটারি কাব অব চন্দনা রাজবাড়ীর চার্টাড সভাপতি এ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ।