রাজবাড়ী মুন্সি বেলায়েত হেসেন স্কুলের ৪০ শিক্ষার্থী পেল লাইফ জ্যাকেট
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ ,৯ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১২:২৯ পূর্বাহ্ণ ,৯ নভেম্বর, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী।। ঝুকি এড়াতে রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দরের মৌলভি ঘাট এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাধের বাহিরে পদ্মা নদীর পারে অবস্থিত মুন্সী বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে।
৮ নভেম্বর-১৯ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ওই বিদ্যালয়ে জ্যাকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
জ্যাকেট প্রদান অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন- এই বিদ্যালয়টি মোট ১৬১ জন শিক্ষার্থী রয়েছে। যার ৪০ জন শিক্ষার্থী নদীর ওই পার থেকে প্রতিদিন নৌকায় জীবনের ঝুকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে, যার কারনে তাদের নিরাপত্তার কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছিলো।