আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদওহাবপুর ইউপি আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ ,৪ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৩৬ অপরাহ্ণ ,৬ নভেম্বর, ২০১৯
শহীদওহাবপুর ইউপি আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত

সমির কান্তি বিশ্বাস।। রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।

কাউন্সিলদের ভোটের মাধ্যমে দোয়াত কলম প্রতীক নিয়ে ১৩৮ ভোট পেয়ে মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ সভাপতি ও ফুটবল প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা মেম্বর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৪ নভেম্বর-১৯ সোমবার বিকালে শহীদওহাবপুরের মধুপুর আলহাজ্ব নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমূখ।
ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত এতে ছিলেন।

Comments

comments