দুর্গা পূজা উপলক্ষে রাজবাড়ীতে সতাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ ,২৫ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১০:২৭ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৯
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ ,২৫ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১০:২৭ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ীর পুলিশ প্রশাসনের উদ্যোগে সারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫সেপ্টেম্বর-১৯ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত।
সভায়, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিমসহ জেলার ৫টি উপজেলার সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, সারদীয় দূর্গা পূজা উপলক্ষে পুরো জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। জেলার ৪২৬ টি মন্ডপে থাকবে বিশেষ নজর। গোয়েন্দা সংস্থাও কাজ করবে।