আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে দ্বায়ীত্বরত পুলিশ ও আনছারদের প্রতি কঠোর নির্দেশনা দিলেন রাজবাড়ীর পুলিশ সুপার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ ,১৫ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৬:১৪ অপরাহ্ণ ,১৭ সেপ্টেম্বর, ২০১৯
নির্বাচনে দ্বায়ীত্বরত পুলিশ ও আনছারদের প্রতি কঠোর নির্দেশনা দিলেন রাজবাড়ীর পুলিশ সুপার

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে- কঠোর ভাবে দায়িত্ব পালন করতে ও নির্বাচনী আচরনবিধি সমুন্নত রাখতে নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য ও আনছার সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

ভোটরা যাতে উৎসাহ ও নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে এবং সাধারণ ভোটারদের মাঝে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতেই ১৫ সেপ্টেম্বর-১৯ রবিবার বেলা ১২.টায় গোয়ালন্দ ঘাট থানাপ্রাঙ্গনে এ নির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময়, গোয়ালন্দ থানার ওসি রবিউল ইসলাম, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর, দুপুরের দিকে নির্বাচন উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশগ্রহন করেন পুলিশ সুপার।

Comments

comments