আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পুলিশ ও ছাত্রলীগের মাদক বিরোধী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ ,৬ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৩:১৪ অপরাহ্ণ ,৬ সেপ্টেম্বর, ২০১৯
গোয়ালন্দে পুলিশ ও ছাত্রলীগের মাদক বিরোধী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সোহাগ মিয়া-গোয়ালন্দ সংবাদদাতা।। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও উপজেলা ছাত্রলীগের মাদক বিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানা ও উপজেলা ছাত্রলীগের আয়োজনে ৬ সেপ্টেম্বর-১৯ শুক্রবার সকাল সাড়ে ৮.টায় গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিতহয়।

এই প্রীতি ম্যাচের উদ্বোধন করেন- গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রনি।

এসময় উপস্থিত ছিলেন, মোস্তফা মেটাল ইন্ডাঃ এর নির্বাহী পরিচালক সেলাম মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর কৃষকলীগের আহবায়ক আল মাহমুদ মিশা প্রমুখ। আমপেয়ারের দায়িত্ব পালন করেন সোহাগ, ও সাইদুল। খেলাটি শত শত দর্শক উপভোগ করেন।

খেলায়, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও উপজেলা ছাত্রলীগ ম্যাচটি ড্র হয়। এদিকে খেলার শুরুতে গোয়ালন্দ পুলিশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে পুলিশ দল ৫১ রান সংগ্রহ করে। পুলিশ দলের দেয়া ৫১ রানের টার্গেটের বিপরীতে উপজেলা ছাত্রলীগের দল খেলার শেষ পর্যন্ত ৫১ রান সংগ্রহ করে। গোয়ালন্দ ঘাট থানার পুলিশের পক্ষে থানার ওসি রবিউল ইসলাম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচত হন।

Comments

comments