সকলে মিলে মুক্তিযুদ্ধ করেছি, বাংলাদেশ সবার রাষ্ট্র, এদেশে কেউ সংখ্যালঘু নয়-
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ ,৪ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৯:০৪ অপরাহ্ণ ,৫ সেপ্টেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন- এই বাংলাদেশ রাষ্ট্রটি সবার। যেহেতু; সকল ধর্ম-বর্ণের মানুষ আমরা এক হয়ে মুক্তিযুদ্ধ করেছি। এই দেশ সকল ধর্মের মানুষের জন্য। এদেশে কেউ সংখ্যালঘু নয়,যারাই বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। সেই অধিকার সর্বক্ষেত্রে- আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্র, আপনার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, ধর্মপালনের ক্ষেত্রে সমান অধিকার আপনারা ভোগ করবেন। সেই পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য,সেটাই আমরা করতে চাই। যেহেতু সরকারে আছি এটা আমাদের দায়িত্ব।
৪ঠা সেপ্টেম্বর-১৯ বুধবার গণভবনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ অনুষ্ঠানে, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে মিলন কান্তি দত্ত, নির্মল কুমার চ্যাটার্জি, শৈলেন্দ্রনাথ মজুমদার,এ্যাড. কিশোর রঞ্জন পাল, বিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, দেবাশিষ পালিত ও সুব্রত পাল বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত হিন্দু পুরোহিত ও মহারাজসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বাংলার মাটিতে সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটা প্রমাণ করেছে বর্তমান সরকার। বাংলাদেশে সব ধর্মের নাগরিকদের সমান অধিকার রয়েছে। সে কারনে আমি মনে করি,- কেউ সংখ্যালঘু মনে করে নিজেদের ছোট করবেন না।’মাতৃভূমিতে আত্মবিশ্বাস নিয়ে বসবাস করবেন।
এ সময়, প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপি জামাত শাসন আমলে সংখ্যালঘু নির্যাতন মাত্রা ছাড়িয়ে গিয়েছিলো।’
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বর্তমান সরকার উত্তরাধিকার সম্পত্তিতে অধিকার নিশ্চিতে কাজ করেছে।’ পিতার সম্পদে নারীদের অধিকার নিশ্চিতে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।